Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৩ মার্চ, ২০১৭ ০০:৩১

রংপুরে নিয়ন্ত্রণহীন বাস খাদে তিনজন নিহত, আহত ১৮

প্রতিদিন ডেস্ক

রংপুরে নিয়ন্ত্রণহীন বাস খাদে তিনজন নিহত, আহত ১৮

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে তিনজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কুষ্টিয়া ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— রংপুরের পীরগঞ্জ উপজেলার মকিমপুরে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন, দিনাজপুরের খানসামার তরিকুলের স্ত্রী নুরজাহান বেগম (৩৫) ও আব্দুস সালামের ছেলে আব্দুর রাজ্জাক (১৫)। শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গতকাল মিনি বাসের সঙ্গে সিএজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন— মৌলভীবাজারের ইমামবাড়ী এলাকার সবুজ মিয়ার ছেলে অটোচালক সাইফুল ও কনকপুরেয় ইছাক মিয়ার ছেলে যাত্রী ইখতেয়ার মিয়া। কুষ্টিয়া : মিরপুর উপজেলা বাসস্ট্যান্ডে গতকাল ট্রাকচাপায় আফরোজা খাতুন (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আফরোজা মেহেরপুর জেলা সদরের কার্শেদপুর গ্রামের আজমাইল হোসেনের স্ত্রী। নেত্রকোনা : নেত্রকোনা-মদন সড়কের অভয়পাশা নামক স্থানে গতকাল প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠে গেলে একজন নিহত ও চারজন আহত হন। নিহত পথচারী হলেন আটপাড়া উপজেলার সালকি মাটিকাটা গ্রামের জালাল উদ্দিন (৬৫)।


আপনার মন্তব্য