Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৪ মার্চ, ২০১৭ ০৩:০৫
বিষমুক্ত সবজি চাষের আহ্বান
ধামরাই প্রতিনিধি
বিষমুক্ত সবজি চাষের আহ্বান
চিত্রনায়ক ফারুক

ধামরাইয়ের সুতিপাড়ায় ফারমার্স ট্রেনিং সেন্টারে শুক্রবার বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের উদ্যোগে কয়েকশ বিষমুক্ত সবজি চাষীকে নিয়ে সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি চিত্রনায়ক ফারুক বলেন, ভেজাল খাদ্য মাছ-মাংস ও সবজি বর্তমানে মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সমাবেশে উপস্থিত বিষমুক্ত সবজি চাষীদের স্যালুট জানিয়ে তিনি সারাদেশে প্রাকৃতিক উপায়ে  সবজি উৎপাদনের আহ্বান জানান।

এসডিআইয়ের চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকেএসএফের মহাব্যবস্থাপক ড. শরীফ আহমেদ চৌধুরী, প্রখ্যাত অভিনয় শিল্পী দিলারা জামান, অভিনেত্রী দিলারা ইয়াসমিন, এসডিআইয়ের নির্বাহী পরিচালক শামছুল হক প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow