রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রাঙামাটিতে বাঙালিদের ডাকে কাল হরতাল

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-ভর্তিতে পার্বত্য কোটা চালুসহ ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী বাতিল দাবিতে কাল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আঞ্চলিক বাঙালি সংগঠনগুলো। গতকাল গণমাধ্যমকে দেওয়া পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খাঁন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুগ যুগ ধরে বৃহত্তর জাতিগোষ্ঠী বাঙালিরা পার্বত্যাঞ্চলে বসবাস করছে। কিন্তু পাহাড়ে থেকে সব সুযোগ-সুবিধা নিচ্ছে উপজাতিরা। তাদের জন্য সরকারিভাবে চাকরি নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে রাখা হয়েছে বিশেষ কোটা। এ কারণে পাহাড়ে বসবাসরত বাঙালিরা তাদের তুলনায় এখনো অনেক পিছিয়ে। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাব্বির আহম্মদ জানান, আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ৬ মার্চ রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করবে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। এ সব দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

হরতাল চলাকালে অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রের গাড়ি ছাড়া জেলায় দূরপাল্লার গাড়ি, লঞ্চসহ সব যান চলাচল বন্ধ থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর