রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ময়মনসিংহে সীরাতুন্নবী সম্মেলন

ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক আঞ্জুমান ঈদগাহ মাঠে গতকাল বাদ যোহর সীরাতুন্নাবী সম্মেলন হয়েছে। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী এর আয়োজন করে। বক্তৃতা করেন চরমোনাই-এর নায়েবে পীর মুফতি সৈয়দ ফয়জুল করিম। মুফতি ফজলুল হক ও মুফতি আহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন মাও. নূরুল ইসলাম ওলীপুরী, মাও. আব্দুর রাহমান হাফেজ্জী, মাও. খালেদ সাইফুল্লাহ সাদী, মাও. যোবায়েদ মিযানুর রহমান আনসারী, মাও. মাসউদুল করিমসহ ভারত, সৌদি আরব, মালয়েশিয়া ও বাংলাদেশসহ উপমহাদেশের প্রখ্যাত আলেমরা।

—ময়মনসিংহ প্রতিনিধি

ইত্যাদি খ্যাত আব্দুল হাইয়ের লংমার্চ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম গণহত্যার বিচার দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘ইত্যাদি খ্যাত’ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আব্দুল হাই মাস্টার। গত ২৫ জানুয়ারি ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্ধর থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির লক্ষ্যে লংমার্চে অংশ নেন তিনি। গতকাল তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় পৌঁছান। পরে মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় পথ সভা করেন। পথসভায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক খলিল শিকদার, এসএম শাহাদাত, জাহাঙ্গীর আলম হানিফ, গোলাম কাউসার দিলুসহ অনেকে অংশ নেন।

—রূপগঞ্জ প্রতিনিধি

রোলারের নিচে পড়ে প্রাণহানি

চাঁদপুরের কচুয়ায় রোলারের নিচে চাপা পড়ে জয়ন্ত বর্দন (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গুলবাহার এলাকায় রাস্তার ঢালাই কাজ করার সময় জয়ন্ত রোলারে পানি দিতে গিয়ে প্রথমে হাত ও পরে মাথা আটকিয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি বগুড়ায় বলে জানা গেছে। পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

—চাঁদপুর প্রতিনিধি

অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামে শুক্রবার দিবাগত রাতে এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি বাড়িমালিকের। জানা যায়, রাত ৯টার দিকে আকানগরের হানিফার বসতবাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

—বাঞ্ছারামপুর প্রতিনিধি

ফ্রি মেডিকেল ক্যাম্প

ময়মনসিংহের ভালুকায় শক্তি ফাউন্ডেশনের আয়োজনে দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র, রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডায়াবেটিকস পরীক্ষা করা হয়।

ভালুকা উপজেলা পরিষদ চত্বরে গতকাল দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন ডা. নাজমুন নাহার ও ডা. নার্গিস জাহান শাপলা।

—ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর