Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

ঢাকা, শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
প্রকাশ : রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৫ মার্চ, ২০১৭ ০২:১৯
‘মা-গো তোমার চরণ তলে’
গোপালগঞ্জ প্রতিনিধি

‘মা-গো তোমার চরণ তলে’ নামের এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয় গোপালগঞ্জে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানটির আয়োজন করে।

এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা তাদের মা-বাবার পায়ের কাছে বসে তাদের পা ধুইয়ে পরিস্কার করে দেয় এবং পা মুছে দেয়। কর্মসূচিটি জেলায় ব্যাপক সাড়া ফেলে। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলার সাড়ে ৮০০ প্রাথমিক বিদ্যালয়ের দেড় লক্ষাধিক শিক্ষার্থী এক যোগে এ কর্মসূচিতে যোগ দেয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জেলা শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলাব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূইয়া উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow