রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর আগুন লুট

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ইউনিয়ন পরিষদ সদস্য হানিফার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন। এ সময় হানিফার খামার থেকে ১০টি গরু লুট করে হামলাকারীরা। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে টেটিয়া উলুকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকার এক মাজারে ওরস চলাকালে ইউপি সদস্য হানিফা তার লোকজন নিয়ে জোর করে ওরসের খিচুরি খেতে চান। খাদেম সেরু মিয়া বাধা দিলে মেম্বারের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হানিফা ও তার লোকজন মাজারের খাদেমকে পিটিয়ে আহত করে খিচুড়ি নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ও ওরসে আসা লোকজন হানিফা বাড়িতে হামলা চালায় ও খড়ের গাঁদায় আগুন ধরিয়ে দেয়। হানিফা জানান, হামলাকালীরা তার খামার থেকে ১০টি গরু নিয়ে যায়। হামলা-লুটের ঘটনায় হানিফা ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর