সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা
মামলা তুলে নিতে হুমকি

নিরাপত্তাহীনতায় শ্লীলতাহানির শিকার তরুণীর পরিবার

কমলনগর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে শ্লীলতাহানির শিকার তরুণী ও তার বাবাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিসহ তার লোকজন। অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় এবং অব্যাহত হুমকিতে আতঙ্কে রয়েছে তরুণীর পরিবার। হুমকির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তরুণীর বাবা জানান, এমন পরিস্থিতিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কমলনগর থানার এসআই শাহ আলম জানান, শ্লীলতাহানির ঘটনায় করা মামলার আসামি পলাতক। তাকে গ্রেফতারে চেষ্টা চলেছে। হুমকির ঘটনায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মামলা সূত্রে জানা যায়, কমলনগর উপজেলার উত্তর চর লরেন্স গ্রামের আবুল বাশারের ছেলে রণি (২২) দীর্ঘদিন স্থানীয় এক মেয়েকে (১৯) উত্ত্যক্ত করে আসছিল। গত ৩১ জানুয়ারি দুপুরে ওই তরুণী এলাকার বাজার থেকে ফেরার পথে একা পেয়ে রণি তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে কিল-ঘুষি ও কামড় দিয়ে তরুণীকে জখম করে বখাটে পালিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তরুণীর বাবা জানান, মেয়ে সুস্থ হয়ে ১২ ফেব্রুয়ারি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। আসামি করা হয় রণিকে। এর পর থেকে রণি ও তার লোকজন মামলা তুলে নিতে হত্যাসহ নানা হুমকি দিচ্ছে।

সর্বশেষ খবর