সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জন্মসনদে অতিরিক্ত অর্থ আদায়

আল আমিন, সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রদানে নির্ধারিত ফির বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তার এ বাণিজ্যে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী এক কলেজছাত্র অভিযোগ করেন, টাকা ছাড়া সচিবের কাছ থেকে কেউ জন্ম নিবন্ধন সনদ পান না। এসব জেনেই তিনি ১০০ টাকা নিয়ে এসেছিলেন। কিন্তু সচিব ২৪০ টাকার কমে জন্ম সনদ না দেওয়ায় পরিচিত একজনের কাছ থেকে আরও ১৪০ টাকা ধার করে দিয়েছেন। স্থানীয় দুর্গাপ্রসাদ ও কাজিরগাঁ গ্রামের মিনার হোসেন, হযরত মিয়া ও জাহিদুলসহ কয়েকজন অভিযোগ করেন, ইউপি সচিব মহিউদ্দি দেওয়ানের কাছ থেকে ২০০-৫০০ টাকায় জন্ম সনদ কিনতে হয়। জানা যায়, জন্ম ও মৃত্যুর দুই বছরের মধ্যে ফি ছাড়াই নিবন্ধন করার নিয়ম রয়েছে। আর দুই বছর পর নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ইউনিয়ন পরিষদে পাঁচ ও সিটি করপোরেশনে ১০ টাকা হারে ফি নেওয়ার বিধান আছে। সম্ভপুরা ইউপি সচিব বলেন, ‘সরকারি খরচ ২৪০ টাকা। এ কারণে আমি ওই ছাত্রের কাছ থেকে ২৪০ টাকা নিয়েছি। বেশি টাকা কখনোই নেওয়া হয় না।’ ইউপি চেয়ারম্যান আ. রউফ বলেন, ‘জন্ম নিবন্ধন আমার কাজ নয়। সচিব অতিরিক্ত অর্থ আদায় করলে ইউএনওকে বলেন। তিনি ব্যবস্থা নেবেন।’ সোনারগাঁর ইউএনও শাহীনুর ইসলাম বলেন, ‘জন্ম নিবন্ধনে প্রতি বছরের জন্য ৫ টাকা এবং সনদ খরচ বাবদ আরও ২০ থেকে ৩০ টাকা নেওয়া হয়। একটি সনদে ২৪০ টাকা নেওয়ার সুযোগ নেই। 

সর্বশেষ খবর