মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ভাঙা হলো সেই প্রাচীর

নিজস্ব প্রতিবেদক, যশোর

ভাঙা হলো সেই প্রাচীর

মুক্তেশ্বরী নদীর দখল করে নির্মিত প্রাচীর ভাঙছেন শ্রমিকরা —বাংলাদেশ প্রতিদিন

আদালতের নির্দেশে অবশেষে ভেঙে ফেলা হলো যশোরের শহরতলির পুলেরহাটে মুক্তেশ্বরী নদীর একাংশ দখল করে নির্মাণ করা সেই প্রাচীর।

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ২০১৪ সালে এই প্রাচীরটি নির্মাণ করেছিল। নদীর অংশবিশেষ দখল করে প্রাচীর নির্মাণ করায় ওই বছর ৭ ডিসেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয় আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ১০ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ ১৪ ডিসেম্বর আপিলও করেছিল। কিন্তু গত ১৩ নভেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের আদালত জরিমানা পরিশোধ করে নদীর জায়গায় নির্মিত প্রাচীর ভেঙে ফেলার নির্দেশ দেন। গতকাল ওই স্থানে গিয়ে দেখা যায় কলেজ কর্তৃপক্ষের নিয়োগকৃত শ্রমিকরা নদীর জায়গায় নির্মিত প্রাচীর ভেঙে ফেলছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে যশোর আদ্-দ্বীনের ব্যবস্থাপক মশিয়ার রহমান বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রাচীরটি অপসারণ করেছি’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর