Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ মার্চ, ২০১৭ ২৩:০৩
ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিক নিহত আহত ২
পটুয়াখালী প্রতিনিধি

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর পায়রা নদীর উপর লেবুখালী সেতু নির্মাণকাজে ব্যবহূত ক্রেন দুর্ঘটনায় কর্মরত এক শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত সোহেল মানিকগঞ্জের শিবালয় থানার আইউব আলীর ছেলে। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুমকি থানার এসআই দেলোয়ার হোসেন জানান, শ্রমিক সোহেল, রমজান ও উজ্জল ড্যান্ডি ক্রেনে কাজ করছিলেন। হঠাৎ ক্রেনটি হেলে একদিকে পড়ে যায়। এতে ক্রেনের নিচে চাপা পড়ে আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। লেবুখালী সেতুর প্রকল্প কর্মকর্তা আহম্মদ শরিফ সজিব, বৃষ্টির পানি এবং নদীর তীরবর্তী স্থানে ক্রেন স্থাপন করার কারণে হয়তো দুর্ঘটনাটি ঘটেছে।

এই পাতার আরো খবর
up-arrow