মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি রাখার ট্রাঙ্ক উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি রাখার ট্রাঙ্ক উদ্ধার

গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যায় ব্যবহূত অস্ত্র ও গুলি রাখার ট্রাঙ্কটি মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। লিটন হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি ডা. আবদুল কাদের খানের ব্যক্তিগত সহকারী শামছুজ্জোহা সরকারের বসতবাড়ির মাটির নিচ থেকে রবিবার রাতে এটি উদ্ধার করা হয়। লিটন হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার প্রাথমিক প্রমাণ মেলায় রবিবার ভোররাতে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা থেকে শামছুজ্জোহাকে আটক করা হয়। গ্রেফতারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে তার উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে ট্রাঙ্কটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, ট্রাঙ্কটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাসভবনে দুুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন এমপি লিটন। এ ব্যাপারে তার ছোট বোন ফাহিমদা বুলবুল কাকলী অজ্ঞাতনামা চার-পাঁচ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর