Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ মার্চ, ২০১৭ ২৩:০৪
সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
গাইবান্ধা ও ফেনী প্রতিনিধি

গাইবান্ধার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন সড়কে গতকাল অটোরিকশার ধাক্কায় সুমাইয়া মিম নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা সোনালী গুরুতর আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিম সদর উপজেলার মৌজা মালিবাড়ি গ্রামের ভুট্টুর মেয়ে। পুলিশ জানায়, সুমাইয়াকে কোলে নিয়ে সোনালী বাড়ি ফিরছিলেন। পথে অটোরিকশা তাকে ধাক্কা দিলে সুমাইয়া কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় গতকাল সড়ক দুর্ঘটনায় তাজুল নামে এক পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আবদুল হাইয়ের ছেলে ও দাগনভূঞা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ছিলেন। স্থানীয়রা জানান, তাজুল দাগনভূঞা থেকে অটোরিকশায় ফেনী আসছিলেন। পথে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এছাড়া মেহেরপুরের গাংনীতে গতকাল ট্রলি-মাইক্রো সংঘর্ষে পাঁচজন                 আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow