বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বিভিন্ন স্থানে আরও চার প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া গাইবান্ধা, গোপালগঞ্জ, লালমনিরহাট ও রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক স্কুলছাত্রসহ চারজন। প্রতিনিধিদের খবর— ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দরা এলাকায় গতকাল সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই তিনজন। পথে রামপুরা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা গাড়ি তাদের চাপা দেয়। গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার থেলথেলী বাজার নামক স্থানে গতকাল ট্র্যাক্টরের ধাক্কায় আপেল বর্মণ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আপেল উপজেলার দক্ষিণ কেশলীডাঙ্গা গ্রামের সুজন চন্দ্রের ছেলে ও নবম শ্রেণির ছাত্র ছিলেন। গোপালগঞ্জ : জেলায় সড়ক দুর্ঘটনায় নান্নু নামে এক ভ্যানচালক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশায় যাত্রীবাহী বাস একটি থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে থ্রি-হুইলারটি আরেকটি রিকশা ভ্যানকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। এছাড়া লালমনিরহাটের হাতীবান্ধায় আশরাফ হোসেন নামে এক ভ্যান চালক ও  রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জ্যোতি রানি নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সর্বশেষ খবর