বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ব্রয়লার বিস্ফোরণে ছড়িয়ে পড়ল অ্যামোনিয়া গ্যাস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হিজলা উপজেলার কাইছমা এলাকায় বরফ কলের ব্রয়লার বিস্ফোরণে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ১৫ জন অসুস্থ হয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস ছড়িয়ে পড়ায় লোকজন দিগ্বিদিক দৌড়াতে থাকেন। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হিজলার ইউএনও আবু জাফর রাশেদ জানান, কাইছমা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল আহমেদের মালিকানাধীন বরফ কলের ব্রয়লার বিস্ফোরণ হলে গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে। বিকট শব্দ-গ্যাসের ঝাঁঝে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কয়েকজন অসুস্থ হওয়ার খবর তিনি পেয়েছেন। বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন জানান, বরফ কলের ওই এলাকাটি আবাসিক হওয়ায় লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের দল বরিশাল থেকে ঘটনাস্থলে পৌঁছতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। তারা গিয়ে পানি ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সর্বশেষ খবর