বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গণধর্ষণ : স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে গৃহবধূর মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গণধর্ষণের অভিযোগে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক গৃহবধূ। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ ট্রাইব্যুনালে গত সোমবার মামলাটি করেন। বিচারক বাদীর অভিযোগ এজাহার হিসাবে গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় স্বামীর বিরুদ্ধে ধর্ষকদের সহায়তার অভিযোগ করা হয়। অন্য আসামিরা হলেন— লিটন, রিপন, কবির ও অজ্ঞাতনামা একজন। এজাহারে উল্লেখ রয়েছে ওই গৃহবধূর বিয়ে হয় ২০১২ সালে। পরিবারিক কলহের জেরে ২০১৫ সালে বিচ্ছেদ হয়। একই বছর আবার তাদের বিয়ে হয়। দ্বিতীয়বার বিয়ের পর স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করে আসছিল। গত বুধবার রাতে জরুরি কাজের কথা বলে স্ত্রীকে নিয়ে ঘরের বাইরে যায় স্বামী। বাড়ির অদূরে নির্জন স্থানে যাওয়ার পর সেখানে আগে থেকে অবস্থান করা লিটন, রিপন, কবির ও অজ্ঞাতনামা একজন পালাক্রমে গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় স্বামী পাহারা দিয়ে ধর্ষকদের সহায়তা করেন। বাগেরহাটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার : বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট সদর উপজেলার বাদোখালী গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেছেন। পুলিশ জানায়, কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। লালমনিরহাটে শিশু : লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলার কালিগঞ্জ উপজেলায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শুভ মিয়া (১৬) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা করেন। সোমবার উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের  উত্তর ঘ্যানেশম পাইকানটারি এলাকায় এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর