Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৮ মার্চ, ২০১৭ ০০:০৮
বয়স্কভাতা নিতে এসে বৃদ্ধের মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইল ঘাটাইলে সন্ধানপুর ইউনিয়নে গুইয়াগুম্ভীর গ্রামের মর্তুজ আলী (৭৫) নামে এক ব্যক্তি বয়স্কভাতা নিতে এসে মারা গেছেন। উপজেলা সমাজসেবা অফিস চত্বরে গতকাল বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, সকালে ভাতা নিতে আসা মর্তুজ আলী নামে এক ব্যক্তির উপজেলা চত্বরে হঠাৎ মৃত্যু হয়। প্রসাশনের পক্ষ থেকে পরিবারে যোগাযোগ করে তার লাশ অ্যাম্বুলেন্সে বাড়ি পৌঁছে দেওয়া হয়। তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow