বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
জামাল হত্যার ১০ বছর

‘সুষ্ঠু তদন্তের অভাবে বিচার হয় না সাংবাদিক হত্যার’

রাঙামাটি প্রতিনিধি

সুষ্ঠু তদন্তের অভাবে সাংবাদিক জামাল হত্যার বিচার হচ্ছে না। ঘটনার ১০ বছর পার হলেও ধরা-ছোঁয়ার বাইরে খুনিরা। চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রশাসন। দেশের বিভিন্ন স্থানে একের পর এক সাংবাদিক নির্যাতন-হত্যার ঘটনা ঘটলেও বিচার হয়নি একটিরও। আদৌ এসবের বিচার হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রাঙামাটি পৌরসভা চত্বরে গতকাল জেলায় কর্মরত সংবাদকর্মীদের ব্যানারে জামাল হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। বক্তৃতা করেন— সাওখায়াৎ হোসেন রুবেল, আনোয়ার আল হক, জামাল উদ্দীন, বাবু, নন্দন দেবনাথ, সোলায়মান, ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। উল্লেখ্য, ২০০৭ সালের ৫ মার্চ নিখোঁজ হওয়ার একদিন পর জামালের লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর