বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

৭ মার্চের ভাষণই বাঙালিকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছে : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণই বাঙালি জাতিকে উজ্জীবিত করেছে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। তারপর আজ আমাদের স্বাধীন বাংলাদেশের উত্পত্তি। গতকাল ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দিবসটি উপলক্ষে র‌্যালি বের করে।

সর্বশেষ খবর