বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইউএনওর বিরুদ্ধে অর্থ নয়ছয়ের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমারের বিরুদ্ধে হাট-বাজার ইজারালব্ধ অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে গত সোমবার এ বিষয়ে লিখিত অভিযোগ করেন চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। অভিযোগে জানা যায়, ‘হাট-বাজার ইজারালব্ধ আয়’ নামক একটি ব্যাংক হিসাব ইউএনওর একক স্বাক্ষরে রূপালী ব্যাংকে পরিচালিত হচ্ছে। গত ১৪২২ ও ১৪২৩ বাংলা সনের হাট-বাজার থেকে প্রাপ্ত আয় সরকারি বিধি মোতাবেক বণ্টন বিষয়ে মৌখিক এবং লিখিত হিসাব চাইলে দিতে অস্বীকৃতি জানান ইউএনও। ইউএনও বলেন, ‘আমার কাছে অভিযোগের কোনো কপি এখনো আসেনি। তবে হাট-বাজার ইজারা সম্পর্কিত অভিযোগ দেওয়া হয়েছে শুনেছি। এ বিষয়ে কোনো অনিয়ম হয়নি।’ উপজেলা চেয়ারম্যান জানান, হাট-বাজার থেকে প্রাপ্ত আয় বিধি মতে সঠিক বণ্টন করা হয়েছে কিনা জানতে চাইলে ইউএনও তা জানাতে অস্বীকৃতি জানান। পরে বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ করা হয়।

সর্বশেষ খবর