Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৮ মার্চ, ২০১৭ ০২:৫৮
নিঝুম দ্বীপে টর্নেডোয় একজন নিহত
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ার নিঝুম দ্বীপে গতকাল রাতে আঘাত হানে শক্তিশালী টর্নেডো। এতে বিধ্বস্ত হয় চার শতাধিক বাড়িঘর।

এ সময় গাছচাপা পড়ে মারা গেছেন একজন। ঘরের টিনের চালা ও ভেঙে পড়া গাছের আঘাতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নিঝুম দ্বীপ ইউনিয়ন পিরষদ চেয়ারম্যান মেরাজ জানান, হঠাৎ ঘূর্ণিঝড় দেখা দেয়। ১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো ইউনিয়ন। এর মধ্যে ৬ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রাম ও মোল্লা গ্রামে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। চেয়ারম্যান আরও জানান, ঝড়ে প্রায় ৫০০ ঘর বিধ্বস্ত হয়। গাছ চাপা পড়ে নিহত হয়েছেন একজন। নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দুলাল মিয়া জানান, ঝড়ে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow