Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৮ মার্চ, ২০১৭ ২৩:৪৮

সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থী নিহত

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থী নিহত

গোপালগঞ্জ, সাতক্ষীরা ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন। প্রতিনিধিদের পাঠানো খবর— গোপালগঞ্জ : কাশিয়ানীতে বাসচাপায় আয়শা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা এলাকায় গতকাল বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। আয়শা চাপ্তা গ্রামের হায়দার মীরের মেয়ে এবং চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন। এ সময় ওই মহাসড়কে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। সাতক্ষীরা : কলারোয়া উপজেলার সিংগা বাজারে গতকাল ট্রাকচাপায় সাব্বির হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সাব্বির কলারোয়া উপজেলার দরবাশা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানায়, সকালে স্কুলে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। নীলফামারী : ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সালাম (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। ডোমার-দেবীগঞ্জ সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। সালাম ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা নবারপাড়ার সাহাবুল ইসলামের ছেলে ও ফুলকড়ি একাডেমীর পেলের ছাত্র ছিল। দুর্ঘটনার পর  এলাকাবাসী প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সিআরসি নামক স্থানে গতকাল এ ঘটনা ঘটে।


আপনার মন্তব্য