Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ মার্চ, ২০১৭ ২৩:৪৮
সিলেটে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত
গোপালগঞ্জে মস্তকবিহীন লাশ
প্রতিদিন ডেস্ক

সিলেটে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। গোপালগঞ্জে অজ্ঞাত পরিচয় একজনের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— সিলেটের জালালাবাদ থানার কালিরগাঁওয়ে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত কালা মিয়া সিলেটের কানাইঘাট উপজেলার ডাওয়াদারি গ্রামের আবদুর রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জালালাবাদ থানার কালিরগাঁওয়ের সুরুজ মিয়ার বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় কালা মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। গোপালগঞ্জ : জেলা সদরের চেচানিয়াকান্দি নামক এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি ধান খেতে গতকাল লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সদর থানার ওসি সেলিম রেজা জানান, দুর্বৃত্তরা এলাকাটি ফাঁকা পেয়ে সেখানে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে তার ধরনা। লাশের নাম-পরিচয় জানা যায়নি। নেত্রকোনা : মোহনগঞ্জ সামাইকোনা গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মরদেহ উদ্ধারের পর নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এই পাতার আরো খবর
up-arrow