শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কাউন্সিলরদের কলম বিরতি ভোগান্তিতে পৌরবাসী

নালিতাবাড়ী প্রতিনিধি

আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী পৌর কাউন্সিলরদের পৌরসভা বয়কট ও কলম বিরতি চলছে। কলম বিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। বুধবার শুরু হওয়া এ বিরতি ১৫ মার্চ পর্যন্ত চলবে বলে জানা গেছে। ওয়ার্ড কাউন্সিলর জহুরুল হক বলেন, ‘আমরা মাসে চার হাজার টাকা সন্মানি পাই। এই বেতনে সংসার চলে না। সম্প্রতি যারা জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মাসে সম্মানি ৩৫ হাজার। বেতন বৃদ্ধিসহ আট দফা দাবিতে পৌরসভা বয়কট ও কলম বিরতি পালন করছি।’ নালিতাবাড়ী পৌরসচিব মোবাশ্বেরুল মঞ্জিল জানান, জন্ম, মৃত্যুসনদ ও ভূমি খারিজের জন্য ওয়ারিসান সনদে কাউন্সিলরের স্বাক্ষর থাকতে হয়। তারা কলম বিরতিতে থাকায় এ সব সনদ প্রদান করা যাচ্ছে না। বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরকাউন্সিলর সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, দাবি আদায়ে গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। বাস্তবায়ন না হওয়ায় বুধবার থেকে ১৫ মার্চ পর্যন্ত সারা দেশে কাউন্সিলরদের পৌরসভা বয়কট ও কলম বিরতি চলবে।

সর্বশেষ খবর