শিরোনাম
শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বজ্রপাতে প্রাণ গেল দুই ছাত্রীর

কয়রা উপজেলায় বজ্রপাতে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—রাবেয়া খাতুন (১৩) ও রহিমা আক্তার (১৩)। তারা বেদকাশি হাবিবিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার দুপুরে পাথরখালী গ্রামের মুণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

—নিজস্ব প্রতিবেদক, খুলনা

পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হলো— রাধানগর এলাকার রজব আলী বিশ্বাসের চার বছরের শিশুপুত্র আরাফাত এবং মিরাজুল বিশ্বাসের পাঁচ বছরের মেয়ে ফাবিয়া। বৃহস্পতিবার বেলা ১১টায় পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

—নড়াইল প্রতিনিধি

টঙ্গীতে স্কুলছাত্রী খুন

গাজীপুরের টঙ্গী আরিচপুর বৌ-বাজার রোড এলাকায় এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল রাতে স্কুলের পোশাক পরিহিত অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত ঝর্না (১২) আরিচপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী। এ ব্যাপারে থানার ওসি ফিরোজ তালুকদার বলেন— হত্যা না আত্মহত্যা এ বিষয়টি ময়নাতদন্ত শেষেই বুঝা যাবে। তবে এ ঘটনায় মামলা হবে। নিহত ঝর্না কিশোরগঞ্জের কটিয়াদি থানার ধনকিপাড়া গ্রামের বাসিন্দা।

—টঙ্গী প্রতিনিধি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলাকার প্রায় ১ হাজার বাড়িতে অভিযান চালিয়ে ১৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় পাঁচ কিলোমিটার অবৈধ গাস লাইন উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। —গাজীপুর প্রতিনিধি

মতবিনিময় সভা

রূপগঞ্জের পার্শ্ববতী ডেমরা থানা আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা বৃহম্পতিবার বিকালে মাতুয়াইল এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর (দঃ)-এর উপদেষ্টা এরশাদ মো. রফিক মৃধা। উপস্থিত ছিলেন লুত্ফর রহমান খান, মাজাহারউদ্দিন খান, আবুল হাশেম, মোছলেম, ইকবাল হোসেন লিটন, মাহবুব হোসেন খান প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর