শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের পৃথক বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা ও লাঠিপেটায় ১৫ নেতা কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর এবং বিকালে জেলা ও মহানগর যুবদলের ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর নিতাইগঞ্জ থেকে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ তাতে বাধা দেয়। ওই সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নেয় এবং লাঠিপেটা শুরু করে। ওই সময় রাইফেল দিয়ে মহানগর যুবদলের আহ্বায়ক ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে মারধর করে পুলিশ। এছাড়া যুবদল নেতা জুলহাস, মনির, আল-আমিন, ইউনুছ খান বিপ্লব, পিন্টু, আফতাব, সুমন, শহীদ, অ্যাডভোকেট ভাসানীসহ ১০ জন আহত হন।

এর আগে দুপুরে নগরীর ডিআইটি এলাকা থেকে জেলা যুবদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ওই মিছিলটিও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেনসহ পাঁচজন আহত হয়।

সর্বশেষ খবর