শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কুষ্টিয়ায় লালন উৎসব শুরু হচ্ছে আজ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়িতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের বাউল সাধুদের দোল উৎসব ও গ্রামীণ মেলা। এ আয়োজনকে ঘিরে এরই মধ্যে আখড়া বাড়িতে ভিড় জমিয়েছেন ভক্তরা। খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ সন্ধ্যায় তিনদিনের এ উৎসবের উদ্বোধন করবেন। নির্বিঘ্ন উৎসব করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। একাডেমির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সেলিম হক বলেন, এখানে আসা বাউল সাধুরা যাতে নির্বিঘ্নে তাদের আচার অনুষ্ঠান পালন করতে পারেন সে ব্যাপারে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সরেজমিন গতকাল দেখা গেছে, উৎসবে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন সাধু-গুরু, বাউলরা। এসেছেন দেশ বিদেশের নানা বয়সী দর্শনার্থী। আয়োজনে যোগ দেওয়ার জন্য বাউলদের কোনো চিঠি দেওয়া হয় না, জানানো হয় না নিমন্ত্রণ, তারপরও এক অদৃশ্য সুতোর টানে তারা প্রতিবার এভাবে দলে দলে ছুটে আসেন বাউল ধামে। খোঁজ নিয়ে দেখা গেছে, আখড়া বাড়ির আঙ্গিনায় বসার জায়গা হবে না বলে ১০ দিন আগেই এসে আসন পেতেছেন মেহেরপুরের লালন ভক্ত ষাটোর্ধ্ব নিজাম শাহ। আলাপকালে এই বাউল সাধক বলেন, বছরে দুবার সাঁইজির বারামখানায় সাধু-গুরুদের মিলন মেলা বসে। এই দিনটি এলে কিছুতেই বাড়িতে মন টেকে না। সংসারের সব মায়ার সুতো ছিঁড়ে চলে আসি আখড়া বাড়িতে।

সর্বশেষ খবর