শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

হাবিপ্রবিতে জীববিজ্ঞান উৎসব

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গতকাল আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে এবং দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের ৪৭টি প্রতিষ্ঠান থেকে ৯৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। —দিনাজপুর প্রতিনিধি

পুড়ে যাওয়া মাদ্রাসায় অনুদান

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বগুড়ার শেরপুর উপজেলার নলুয়া কবরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও এতিখানার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। গতকাল বিকালে তার পক্ষে শেরপুর থানার ওসি খান মো. এরফান ৫০টি কোরআন শরিফ, একটি আলমারি এবং ৫০ পিস কম্বল মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া 

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা তারাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার সফুর সওদাগরের ভাড়াটিয়া সেলিম মিয়ার ছেলে। —রূপগঞ্জ  প্রতিনিধি

বাদীকে হুমকি

দিনাজপুরের বীরগঞ্জে গৃহবধূকে হত্যা মামলার এক আসামি জামিনে মুক্তি পেয়ে বাদীকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী কামাল হোসেন এই অভিযোগ করেন। এ ঘটনায় বীরগঞ্জ থানায় জিডি করা হয়েছে। বীরগঞ্জ থানার ওসি বলেন, মামলার বাদীকে হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। —দিনাজপুর প্রতিনিধি

গণসমাবেশ

নারায়ণগঞ্জের আড়াইহজার উপজেলার মহনপুর নিজপাড়া নতুন রাস্তা উদ্বোধন উপলক্ষে গতকাল খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক তোতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম নুরু, প্যানেল চেয়ারম্যান ছাইদুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা এজহারুল হক, প্রফেসর মফিজুল হক, সাবেক চেয়ারম্যান ছমির উদ্দিন ভুইয়া, জিয়াউর রহমান মেম্বার প্রমুখ।

—আড়াইহাজার প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর