রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাগমারায় পাঁচ নাটোর নওগাঁয় তিন ‘জেএমবি’ সদস্য আটক

প্রতিদিন ডেস্ক

রাজশাহীর বাগমারায় ৫, নাটোর ও নওগাঁয় দুজনকে জেএমবি সদস্য সন্দেহে আটক করা হয়েছে। এছাড়া গাইবান্ধায় জামায়াত নেতা ও রাজবাড়ীতে এক চরমপন্থিকে গ্রেফতার করে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজশাহীর বাগমারায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে— শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তারা হলেন, উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৪৩), উদপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে লুত্ফর রহমান (৩৮) ও চন্দ পুর গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫), জাবেদ আলীর ছেলে আবদুল মান্নান (৩৫) এবং মৃত সামির উদ্দিনের ছেলে আবদুস সাত্তার (৩৩)। রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞার দাবি— আটক আবদুস সাত্তারের নেতৃত্বে অন্য চারজন বাগমারায় আবার নতুন করে তাদের কর্মকাণ্ড শুরু করেছিল। তিনি আরও জানান, আটক সবাই থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য। তাদের নামে থানায় আগে থেকেই মামলা আছে। সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নাটোর : বড়াইগ্রামে জেএমবি সদস্য সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মেরিগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা হলেন— মেরিগাছা উত্তরপাড়া গ্রামের গেদু প্রামাণিকের ছেলে সাহাবুদ্দিন মাস্টার (৪৬) এবং আব্দুর রাজ্জাকের ছেলে রহিদুল ইসলাম (৪৩)। বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগে ২০০৯ সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় তাদের দুজনের নামে মামলা দায়ের করা হয়।  নওগাঁ : মান্দায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ জেএমবি জড়িত থাকার অভিযোগে খাইরুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে উপজেলার পারইল গ্রাম থেকে গতকাল সকালে গ্রেফতার করা হয়। তিনি একই গ্রামের ইউসুফ আলীর ছেলে। গাইবান্ধা : সাদুল্যাপুর উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পশ্চিম দামোদরপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার এবং পশ্চিম দামোদরপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, আবদুল হামিদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। উপজেলার দামোদরপুর ইউনিয়নের বটতলা এলাকায় নাশকতার লক্ষ্যে গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রাজবাড়ী : সদর উপজেলার জৌকুড়া ঘাট এলাকা থেকে ‘চরমপন্থি’ দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সাদ্দাম ও ইসলাম মণ্ডল। তাদের গতকাল বিকালে একটি ওয়ান শ্যূটারগান, দুটি কার্তুজ, ২৫ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

সর্বশেষ খবর