রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

অসময়ে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট

দিনাজপুর প্রতিনিধি

বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দিনাজপুরের বীরগঞ্জের ইটভাটাগুলো। অসময়ের বৃষ্টিপাতে এ অঞ্চলের ইটভাটাগুলোতে লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে ইটভাটার মালিক। পাশাপাশি উৎসাদন বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। প্রতিবছর শুষ্ক আবহাওয়া বিরাজ করায় এ সময়টিকে ইট তৈরির সময় হিসেবে বেছে নেয় ইটভাটা মালিকরা। কাঁচা মাটি দিয়ে ইট তৈরি করে তা রোদে শুকিয়ে নিয়ে আগুনে পুড়ে প্রস্তুত করা হয় ইট। কিন্তু শুক্রবার রাত থেকে গতকাল বিকাল দিনাজপুরে বৃষ্টিপাতে রোদে শুকাতে দেওয়া ইট কাঁদা হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। এই বৃষ্টিপাতে একেকটি ইটভাটার তিন থেকে পাঁচ লাখ ইট বিনষ্ট হয়েছে। এতে মারাত্মকভাবে আর্থিক ক্ষতি সম্মুখীন হচ্ছে ভাটা মালিকরা। বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী বাবুল জানান, উপজেলায় মোট ২২টি ইটভাটা রয়েছে। বেকার হয়েছে পড়েছে শ্রমিকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর