রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিরল প্রজাতির বন্য প্রাণি আটক

নেত্রকোনা প্রতিনিধি

বিরল প্রজাতির বন্য প্রাণি আটক

নেত্রকোনা সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামবাসী বিরল প্রজাতির একটি বন্যপ্রাণি আটক করেছেন। প্রাণিটি দেখতে চিতা বাঘের মতো। তবে বন বিভাগের দাবি, এটি মেছো বাঘ। গতকাল সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় পুলিশ প্রাণিটিকে বন বিভাগ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জানান, ভদ্রপাড়া গ্রামের আহাদ খানের হাঁসের খামারে প্রায়ই হানা দিত বিরল এই প্রাণি। ফাঁদ তৈরি করে শনিবার ভোর রাতে আহাদ প্রাণিটি আটক করেন। চেয়ারম্যান বলেন, এটি দেখতে চিতা বাঘের মতো। উচ্চতা এক-দেড় ফুট। বিভিন্ন জন বিভিন্ন নাম বলছে। কেউ চিতা বাঘ, কেউ বলছেন গেছো বাঘ আবার কেউ বাঘাইল্লা বলে ডাকছে। বন বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, প্রাণিটি শেরপুর ফরেস্টে পাঠানো হচ্ছে। এটি মেছো বাঘ। খাবারের সন্ধানে হয়তো বাড়ি ঘরে হানা দিয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর