সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রতিদিন ডেস্ক

নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দিনাজপুরে ইজিবাইকের ধাক্কায় আহত হয়েছেন ‘দৈনিক কালের কণ্ঠ’র সাংবাদিক। প্রতিনিধিদের পাঠানো খবর—

নাটোর : সিংড়া উপজেলার বন্দর এলাকায় গতকাল যাত্রীবাহী লেগুনার সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন লেগুনাচালক আব্দুল কাউয়ুম। এ ঘটনায় আহত হয়েছেন ১১ যাত্রী। অপরদিকে দুপুরে শহরের হরিশপুরে অটোরিকশার ধাক্কায় এক মৃদ্ধের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শনিবার দিবাগত রাতে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সামসুন্নাহার বেগম বিজয়নগর উপজেলর বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার চামাগ্রাম এলাকায় গতকাল সকালে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মুখলেসুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। মুখলেসুর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা মহল্লার গুলজারের ছেলে। চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে গতকাল ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দর্শনা বাসস্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন সান্টু। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত জাহিদুল ইসলাম দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার আবুল হোসেনের ছেলে। দিনাজপুর : সড়ক দুর্ঘটনায় ‘দৈনিক কালের কণ্ঠ’র দিনাজপুর প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ গুরুতর আহত হয়েছেন। তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর