সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

টাঙ্গাইলে হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর তোফাজ্জল হোসেন হত্যা মামলার রায়ে ১৫ জনকে যাবজ্জীবন করাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। টাঙ্গাইল স্পেশাল কোর্টের বিচারক ওয়াহেদুজ্জামান গতকাল এ রায় দেন। মামলায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন— মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামের ইলিয়াস, শাহাবাজ, দুলাল, ঝর্ণা, বাবুল, মনি, ইন্নছ, ফেরদৌস, পারভেজ, লিটন, শাহাদত, আনোয়ার, দেলোয়ার, বিশু ও আশরাফ। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালে ৫ মে মির্জাপুরের হিলোরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দণ্ডিত আসামিরা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তোফাজ্জল হোসেনকে (৩৫) হত্যা করে। পরে নিহতের ভাই গোলাম কিবরিয়া মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মুলতান উদ্দিন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসউদ্দিন।

সর্বশেষ খবর