সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পুরুষ নির্যাতন আইন প্রণয়নের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দেশে নারী নির্যাতন আইন থাকলেও নারীদের মাধ্যমে নির্যাতেন শিকার পুরুষের পক্ষে কোনো আইন নেই। আর সেই সব নির্যাতিত পুরুষরা পুরুষ নির্যাতন আইনের দাবিতে গতকাল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মানববন্ধন করেছেন। এ সময় তারা পুরুষ নির্যাতন আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়ে ২১ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ‘পুুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খায়রুল আলম, নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক বাবুল মিয়া, নারীর নির্যাতনের শিকার হাকিম মোহাম্মদ জাহাঙ্গীর, নাদিম মিয়া, শাহ আলম, আনসার আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা দাবি করেন, নারী নির্যাতন ও যৌতুক মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করছে নারীরা। পরকীয়া ও অবাধ্য স্ত্রীকে শাসন করতে গেলেই স্বামীর বিরুদ্ধে মিথ্যা নির্যাতন ও যৌতুক মামলা দিচ্ছে।

সর্বশেষ খবর