Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১৩ মার্চ, ২০১৭ ২৩:৫৫
শিশুকন্যাকে ‘হত্যার’ পর মায়ের আত্মহত্যার চেষ্টা
জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে চার বছরের শিশুকন্যাকে বিষ খাইয়ে হত্যার পর মা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ইসলামপুর উপজেলার ডাকপাড়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী খুকুমনি সোমবার ভোরে তার শিশুকন্যা আনিকাকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। এ সময় স্বামী ও শশুর-শাশুড়ী কেউ বাড়িতে ছিল না। খবর পেয়ে খুকুমনির বাবা ও ভাই তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুপুরে পুলিশ তাকে চিকিৎসাধীন অবস্থায় আটক করে এবং ঘটনাস্থল থেকে আনিকার লাশ উদ্ধার করে।

কুষ্টিয়ায় শ্রমিকক খুন : কুষ্টিয়া প্রতিনিধি জানান, দৌলতপুরে বজলু (৩৬) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়া হাসপাতালে গতকাল সকালে তার মৃত্য হয়। তিনি উপজেলার চামনাই গ্রামের খোদা বক্সের ছেলে। স্বজনরা জানান, বজলু উপজেলার আল্লার দর্গা এলাকার বায়জীজ ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। রবিবার বিকালে নিখোঁজ হন তিনি।

এই পাতার আরো খবর
up-arrow