মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এমপি ইকবালুর রহিমকে দিনাজপুরে গণসংবর্ধনা

দিনাজপুর প্রতিনিধি

ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন কর্তৃক সোশ্যাল ইনোভেটর ক্যাটাগরিতে ‘ডব্লিউ এলএফ অ্যাওয়ার্ড ২০১৭’ পাওয়ায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে গণসংবর্ধনা দিয়েছেন দিনাজপুরবাসী। দিনজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে গতকাল এ গণসংবর্ধনা দেওয়া হয়। অবহেলিত হিজড়া সম্প্রদায়ের মানুষের জন্য মানবপল্লী গড়ে তোলা এবং বৃদ্ধাশ্রম নির্মাণসহ সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি এ অ্যাওয়ার্ডে ভূষিত হন। গত ২৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই বর্ণাঢ্য আয়োজনে তাকে পুরস্কৃত করা হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে ইকবালুর রহিম এমপি বলেন, ‘মৃত্যুর পরও যেন মানুষের মধ্যে বেঁচে থাকা যায় সেই সব কাজই করা উচিত সবাইকে।’

এ সময় মানবপল্লীর হিজড়াদের সংগঠন ‘সাথী’র আনিস, ফিরোজ ও বাপ্পী বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন— গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম। উল্লেখ্য, এমপি নিজ নির্বাচনী এলাকায় বৃদ্ধাশ্রম এবং তৃতীয় লিঙ্গের (হিজড়াদের) মানুষের জন্য মানবপল্লী বানিয়ে তাদের পুনর্বাসিত করেন। ওই পল্লীতে আট কোটি টাকা বরাদ্দে ১২৫ জন হিজড়াকে পুনর্বাসন ও তাদের আর্থিক-সামাজিক সহযোগিতা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর