মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মোনালিসা উইমেন্স ক্লাবের সেমিনার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ‘নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে মোনালিসা উইমেন্স ক্লাব। গতকাল সৈকত বালিকা উচ্চবিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। মোনালিসা উইমেন্স ক্লাব হচ্ছে নারীদের একটি সাধারণ প্লাটফর্ম, যেখানে তারা তাদের চিন্তা-চেতনাকে একে অপরের সঙ্গে শেয়ার করার পথ খুঁজে পাবে এবং তাদের নারীত্বকে উদযাপন করতে পারবে। মোনালিসা উইমেন্স ক্লাব নারীদের ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন স্কুল-কলেজে সেমিনার করে যাচ্ছে। নারীদের স্বাস্থ্য ও হাইজিন ব্যবস্থাপনায় সুপরিচিত একটি বিশ্বস্ত ব্র্যান্ড হচ্ছে ‘মোনালিসা স্যানিটারি ন্যাপকিন।’ মোনালিসা উইমেন্স ক্লাবের সব সদস্য নারী হওয়ায় তারা অবলীলায় তাদের সব ধরনের যোগাযোগে স্বাচ্ছন্দ্য অনুভব করবে এবং যে কোনো কর্মকাণ্ডে সক্রিয় ও সাবলীল অংশগ্রহণ করতে পারবে। কক্সবাজারে  অনুষ্ঠানে নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডা. লামিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ম্যানেজার (ব্র্যান্ড) হাইজিন প্রোডাক্টস সিলভিয়া জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাজ্জাদুল ইসলাম ও এরিয়া ম্যানেজার এবং বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর