Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ মার্চ, ২০১৭ ০০:০৫
অষ্টম বর্ষে বাংলাদেশ প্রতিদিন
দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন অষ্টম বর্ষে পদার্পণ করে গতকাল। দিনটি উদযাপন উপলক্ষে জেলা-উপজেলায় আয়োজন করা হয় নানা কর্মসূচি। এর মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, র‍্যালি। এসব কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
অষ্টম বর্ষে বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম অফিসে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন কেক খাইয়ে দেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে। পাশে বিরোধী দল জাতীয় পার্টির সভাপতি মাহজাবিন মোরশেদ এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, সাবেক এমপি মাজহারুল হক শাহা, ড. জ্নিনোবুধী ভিক্ষুসহ অন্যরাসিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটেন অতিথিরারাজশাহীতে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু প্রমুখময়মনসিংহে কেক কাটেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম, র‍্যাবের সিনিয়র এএসপি রাজীব প্রমুখবরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক ও শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকসহ অন্যান্য অতিথিরংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নুর-উন-নবীবগুড়া প্রেস ক্লাবে কেক কাটেন বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপিকুমিল্লায় কেক কাটেন ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহেরসহ অতিথিরারাঙামাটিতে কেক কাটছেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ অন্যরানেত্রকোনায় কেক কাটেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী

 

মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রতিনিধি লাবলু মোল্লার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম

 

ঢাকার সাভারে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুর      মোহাম্মাদ. আবু সাইদ মাস্টার প্রমুখ

এই পাতার আরো খবর
up-arrow