Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১৮ মার্চ, ২০১৭ ২৩:২১
কাগতিয়া মাদ্রাসার সালানা জলসা

চট্টগ্রামের রাউজানে কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার ৮৫তম সালানা জলসা গতকাল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতাকালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান সাইয়েদ এই মাদ্রাসার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

প্রতিষ্ঠানটির প্রসারে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তিনি এর অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদীরও প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর। বক্তৃতা করেন আল্লামা মুফতি ইব্রাহিম হানফী, মুফতি কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মুহাম্মদ আশেকুর রহমান, মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, মুহাম্মদ সেকান্দর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।

up-arrow