Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১৮ মার্চ, ২০১৭ ২৩:২১
নাকে খত দিয়ে বিদেশি সাহায্য নয় : আজাদ
শেরপুর ও নালিতাবাড়ী প্রতিনিধি

প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা স্বাধীন জাতি। নাকে খত দিয়ে বিদেশ থেকে সাহায্য আনবো না।

আমরা বঙ্গবন্ধুর উত্তরসূরি। ’ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে কাস্টমস স্টেশনের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান নাকুগাঁও স্থলবন্দরকে সম্ভাবনাময় উল্লেখ করে বলেন, ‘আগামী মাসে ভারতের উচ্চ পর্যায়ে কাস্টমস প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা। তখন কিভাবে নাকুগাঁওর সঙ্গে ভারতের ডালুর বন্দরের ব্যবসার প্রসার ঘটানো যা সেই সব বিষয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, রাজস্ব হচ্ছে উন্নয়নের অক্সিজেন। ’

up-arrow