সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা
অষ্টম বর্ষে বাংলাদেশ প্রতিদিন

জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজন

দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন অষ্টম বর্ষে পদার্পণ করে ১৫ মার্চ। দিনটি উদযাপন উপলক্ষে জেলা-উপজেলায় আয়োজন করা হয় বর্ণাঢ্য কর্মসূচি। এর মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, র‌্যালি। এসব কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিদিন ডেস্ক

জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজন

ভোলা : কোটি মানুষের হৃদয়ের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ৮ম বর্ষে পদার্পণ উৎসবে ভোলায় র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। ভোলা প্রেস ক্লাবে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানান জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুসহ অতিথিরা।

 

সুনামগঞ্জ : সুনামগঞ্জে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল প্রমুখ।

 

মাগুরা : মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু।

ঠাকুরগাঁও : জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাদেক কুরাইশী।

মাদারীপুর : মাদারীপুর প্রেস ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান।

ফেনী : ফেনীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

লালমনিরহাট : লালমনিরহাটের এলজিইডির হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।

পঞ্চগড় : পঞ্চগড় প্রেস ক্লাবে আলোচনায় বক্তব্য রাখেন নাজমুল হক প্রধান এমপি, শফিউল আলম প্রধান প্রমুখ।

সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেস ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাড. মুস্তফা লুত্ফুল্লাহ এমপি।

হবিগঞ্জ : জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম।

সর্বশেষ খবর