সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমারের প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বিকালে কক্সবাজারের উখিয়া কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গাদের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা শুনেছেন। প্রতিনিধি দলের প্রধান হিসেবে রয়েছেন জ্যং মিন্ট পে। দলে অন্যদের মধ্যে রয়েছেন ত্যং তুই থেট, তুন মায়ার্ট, নিয়াট সোয়ে, থেট থেট ঝিন, নিয়ান নাই ম্যান প্রমুখ। সকাল ১১টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারে পৌঁছেন এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক জানান, ‘কীভাবে উভয় দেশের সম্পর্কের উন্নয়ন ঘটানো যায় তার উপায় নিয়ে আলাপ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া রোহিঙ্গাদের সম্পর্কে খোঁজ খবর নেন তারা। তারা মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার কথাও স্বীকার করেছেন।

সর্বশেষ খবর