শিরোনাম
মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা, মাদারীপুরে দুজন করে এবং টাঙ্গাইল, গাইবান্ধা ও বরগুনার আমতলীতে মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের খবর

কুমিল্লা : সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় স্কুলছাত্রসহ আহত হয়েছেন আরও পাঁচজন। কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর মিল গেট এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বুড়িচং উপজেলার গণেশপুর গ্রামের আলীর ছেলে আবদুল খালেক ও সিএনজির যাত্রী একই উপজেলার এতবারপুরের মোসলেহ উদ্দিনের ছেলে মিজান।

মাদারীপুর : সদর উপজেলার হাউসদি বাজারে রবিবার দিবাগত রাতে ইজিবাইকের চাপায় রহিমা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এদিকে একই দিন সন্ধ্যায় ওই উপজেলার উকিলবাড়ি নামক এলাকায় বাসচাপায় মারা গেছেন এসকেন্দার খান নামে এক মুক্তিযোদ্ধা। এসকেন্দার  ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটির রহিম খানের ছেলে।

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে কুলসুম নামে নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। কুলসুম সদর উপজেলার মীরের বেতকা গ্রামের হাসান আলীর স্ত্রী।

গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার খলসীপাড়া এলাকায় গতকাল বিকালে ট্রাক উল্টে খাদে পড়ে এর হেলপার আমিরুল ইসলাম নিহত হয়েছেন। আমিরুল উপজেলার রামপুরা গ্রামের আসাব আলীর ছেলে। আমতলী : বরগুনার আমতলী-কলাপাড়াসড়কের খুড়িয়ার খেয়াঘাট পয়েন্টে গতকাল বাসচাপায় এমরান নামে এক যুবক নিহত হয়েছেন। এমরানের বাড়ি গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামে।

সর্বশেষ খবর