মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চারজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৫

পাঁচ হত্যা-ধর্ষণ মামলার রায়

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ ও লক্ষ্মীপুরে চারটি হত্যা এবং একটি ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে গতকাল। রায়ে চারজনের ফাঁসির আদেশ এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রতিনিধিদের খবর—  কুষ্টিয়া : জেলায় দুটি হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন— শিহাব ওরফে শিশির, মাহাবুল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ফুলতলার আব্দুল খালেকের মেয়ে স্নিগ্ধা আক্তার রিমি (২০) কুষ্টিয়া কলেজে স্নাতক শ্রেণিতে পড়তেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ছাত্র শিহাবকে ভালবেসে বিয়ে করেন তিনি। ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি রিমি বাড়ি থেকে বের হন। ভোর রাতে মুঠোফোনে স্বজনরা জানতে পারেন নওদা বহলবাড়িয়া গ্রামে শিহাবের খালা বাড়িতে রিমিকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর পালিয়ে গেছে স্বামী। অপর মামলার অভিযোগে প্রকাশ, মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের ইনামুল মণ্ডলের ছেলে নিশান ২০১৫ সালের ২৫ জুলাই সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে হয়ে আর ফিরেনি। পরদিন পৌর এলাকায় একটি বাগানে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ : যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে রুবেল নামে এক যুবকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত রুবেল শিবগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের তাজেল আলীর ছেলে। লক্ষ্মীপুর : রায়পুর উপজেলার এনায়েতপুর গ্রামে রাব্বী হত্যা মামলায় চারজনকে গতকাল যাবজ্জীবন সাজা দিয়েছেন জেলার একটি আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন— জয়নাল আবদীন, জোৎসনা আক্তার, রেজিয়া বেগম ও মোহাম্মদ আলম। এদিকে সদর উপজেলায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণের দায়ে টুটুল চন্দ্র নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

সর্বশেষ খবর