বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কুমিল্লায় স্ত্রী ও তার প্রেমিকের ফাঁসি

স্বামীকে হত্যা

প্রতিদিন ডেস্ক

পরকীয়ার জেরে কুমিল্লা আদালত কম্পাউন্ডে অবস্থিত আবদার আলী হোটেলের কর্মচারী জহির মিয়াকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। গতকাল এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এম আলী আহমেদ। দণ্ডপ্রাপ্তরা হলেন— শিরিন ও দুলাল ভট্টাচার্য্য। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় কুমিল্লা আদালত চত্বরের আবদার আলী হোটেলের কর্মচারী নগরীর কাপ্তান বাজারের বাসিন্দা জহির মিয়াকে তার শারীরিক অসুস্থতার সুযোগে স্যালাইনের সঙ্গে বিষ দিয়ে, মুখে স্কচটেপ ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয়।

শেরপুরে স্বামী হত্যায় স্ত্রী, লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

শেরপুর : ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামে ঘুমন্ত অবস্থায় স্বামী সৈয়দুর রহমান ওরফে ফজু মিয়াকে কুপিয়ে হত্যার দায়ে আছমা আক্তারকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ২০১৪ সালের ২৯ জুলাই রাতে ঘুমের ফজু মিয়াকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। লক্ষ্মীপুর : স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে স্বামীর ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ২০০৩ সালের ৮ নভেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামে পারিবারিক কলহের জেরে রেহানা আক্তারকে তার স্বামী মো. ইসমাইল মারধর ও শ্বাসরোধে হত্যা করেন। সিরাজগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন :  সিরাজগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন শামীম খান, হেলাল মণ্ডল ও আব্দুল হান্নান। চাঁদপুরে ছিনতাই মামলায় ৭ জনের দুই বছর করে কারাদণ্ড : জেলার এক যুবককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আদালত গতকাল সাতজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

(প্রতিনিধিদের পাঠানো তথ্যে

প্রতিবেদনটি তৈরি)

সর্বশেষ খবর