বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা
পীর-মুরিদ হত্যা

মূল হোতা শফিকুল সাত দিনের রিমান্ডে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কথিত পীর ও তার মুরিদ হত্যা মামলায় আসামি শফিকুল ইসলাম বাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকালে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুত্ফর রহমানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৭ মার্চ দিনাজপুরের বোচাগঞ্জের দরবার শরিফের খাদেম সাইদুর রহমান এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি গ্রামের আরেক পীর এসহাক আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুলিশের কাছে তারা হত্যাকাণ্ডের সঙ্গে শফিকুল ইসলাম বাবুর জড়িত থাকার কথা জানান। ২০ মার্চ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী জয়মনিরহাট এলাকা থেকে শফিকুল ইসলাম বাবুকে আটক করে র‌্যাব। উল্লেখ্য, ১৩ মার্চ রাত ৮টার দিকে বোঁচাগঞ্জ উপজেলার দৌলা এলাকায় কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী এবং তার পালিত মেয়ে রূপালী বেগমকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

সর্বশেষ খবর