বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শেষ দিনেও জরিমানা শোধ করেনি, অবরুদ্ধ প্রো-ভিসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিয়মবহির্ভূত শিক্ষার্থী ভর্তি করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধার্যকৃত জরিমানার ১০ কোটি টাকা জমা দেয়নি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি)। মন্ত্রণালয়ের নির্ধারিত এক মাস গতকাল বুধবার শেষ হয়। কিন্তু শেষ দিনেও টাকা জমা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইউএসটিসির প্রোভিসিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখেন। এর আগে গত সোমবার নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী নির্ধারিত সময়ের মধ্যে বিএমডিসির ধার্যকৃত টাকা পরিশোধ করার আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ইউএসটিসির উপ-উপাচার্য প্রফেসর নুরুল আবছার বলেন, ‘আজ (বুধবার) জরিমানার টাকা জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু টাকা জমা দেওয়া হয়নি। জরিমানার টাকাসহ চলমান সমস্যা নিয়ে ইউএসটিসির ভিসি ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা ঢাকায় আছেন। তারা প্রধানমন্ত্রী বরাবরে একটা আবেদন জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী দফতর থেকে সেই চিঠিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে শুনেছি আমি। তবে চলমান সমস্যার এখনো কোনো সমাধান হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত আমিসহ প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।’ প্রসঙ্গত, বিএমডিসির নিবন্ধন দাবিতে ইউএসটিসির পাঁচ ব্যাচের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গত ৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে রাজপথে নেমে আসে। অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যকে। এর মধ্যে গত ২৩ জানুয়ারি ২৫তম ব্যাচের ফাইনাল এবং ১৪ জানুয়ারি ২৬তম ব্যাচের দ্বিতীয় পেশাগত পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হয়নি। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ইউএসটিসিকে ১০ কোটি টাকা জরিমানা করে বিএমডিসি।

সর্বশেষ খবর