বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
প্রবাসী শামসুল হুদা হত্যা মামলা

নারীসহ তিনজনের ফাঁসি

কুমিল্লা প্রতিনিধি

প্রবাসী শামসুল হুদা (৩৮) হত্যা মামলায় এক নারীসহ তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— শিপন মজুমদার ওরফে রিপন, সাহাবুদ্দিন এবং তাসলিমা ওরফে সালমা নামে এক নারী। মামলার বিবরণে জানা যায়, প্রবাসী শামসুল হুদার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করায় চৌদ্দগ্রামের লতিফ শিকদার গ্রামের মৃত পেয়ার আহম্মেদের ছেলে মৃত শামসুল হুদা ওরফে শামসুর বড় ভাই জসিম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে দাবিকৃত মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করায় ২০১৩ সালের ১২ ডিসেম্বর কুমিল্লা হাউজিং এস্টেট এলাকায় শামসুল হুদাকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছর ১৬ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন শামসুল হুদার বড় ভাই। মামলার তদন্ত কর্মকর্তা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রথমে নগরীর চানপুর বউবাজার এলাকার খোকন মিয়ার স্ত্রী তাসলিমা ওরফে সালমাকে আটক করেন। পরে তাসলিমার দেখানোমতে, চৌদ্দগ্রাম মিয়ার বাজার বাসমতী খাবার হোটেল থেকে অন্য দুই আসামি চৌদ্দগ্রামের মানিকপুর গ্রামের তোতা মিয়ার ছেলে শিপন মজুমদার ওরফে রিপন ও আটগ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে সাহাবুদ্দিনকে আটক করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর