বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ফুলপুর ও পাবনায় নকল পণ্যের কারখানা

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মিচকীপাড়া বাজারের পূর্ব পাশে বিপুল পরিমাণ ভেজাল সাবান, ডিটারজেন্ট পাউডার, টুথ পাউডার, লবণ, নারিকেল তেলসহ প্রায় ১০ প্রকার নকল পণ্য তৈরির কারখানা আবিষ্কার করেছে র‌্যাব-১৪। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ওইসব অবৈধ পণ্য পুড়ে ফেলা হয়। মালিক নজরুল ইসলাম টালুকে (৬০) আটক ও তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসানের নেতৃত্বে র‌্যাব-১৪ এ অভিযান পরিচালনা করে। উপস্থিত ছিলেন এএসপি জুয়েল চাকমা, এএসপি গৌতম দে প্রমুখ। এদিকে পাবনা শহরের নয়নামতি চক পৈলানপুর এলাকায় একটি একটি নকল প্রসাধনী কারখানার সন্ধান পেয়েছে বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিক ইকবাল প্রামাণিকের স্ত্রী শিউলী খাতুনকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা ইয়াসমিন এই আদেশ দেন। জুয়েল কসমেটিক্স নামে ওই কারখানায় দেশি ও বিদেশি বিভিন্ন ব্যান্ডের প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করা হতো। অভিযানকালে জব্দকৃত প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস করা হয়।

সর্বশেষ খবর