শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাঘায় বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘায় বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পাঁচপাড়া গ্রামের মাঠ থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। প্রাণীটিকে দেখতে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন। কিন্তু তাদের কেউই প্রাণীটির নাম সঠিকভাবে জানাতে পারেননি। আড়ানীর পাঁচপাড়া গ্রামের বাসিন্দা মহসিন আলী বলেন, প্রাণীটি কালো ডোরা কাটা ও হিংস । মুখটা দেখতে বিড়ালের মতো। তবে এটি গন্ধগোকুল বা খাটাস জাতীয় প্রাণী হতে পারে।

প্রাণীটির শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। প্রাণীটি লেজসহ প্রায় ৫ ফুট লম্বা।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহম্মেদ বলেন, ‘বাঘার আড়ানীতে বিচিত্র জাতীয় প্রাণী উদ্ধার সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে।’

সর্বশেষ খবর