বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ঘোড়াঘাটে দেয়াল চাপায় দুজনের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মাটির দেয়াল চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সিংড়া উপজেলার নুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মোহাম্মদ কাফী ও নারায়ণপুর গ্রামের দেলজার। —দিনাজপুর প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তানিয়া নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। একই সময় আহত হয়েছে তিনজন। বুধবার সকালে শিমরাইল-নারায়ণগঞ্জ রুটের সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন সভাপতি

ঢাকঢোল পিটিয়ে বাদ্য বাজিয়ে, বৃষ্টির মতো ফুলের পাপড়ি ছিটিয়ে রাজকীয়ভাবে সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে ঢাকার ধামরাইয়ের শৈলান সুরমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহাতাব আলমকে। গত মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে সভাপতি ও প্রধান অতিথি স্থানীয় এমপি এম এ মালেককে বরণে ব্যস্ত ছিলেন। এর মধ্যে তাদের কয়েক ঘণ্টা রোদে র‌্যালির মতো  দু-পাশে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ, ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।—ধামরাই প্রতিনিধি

আলোচনা সভা

রূপগঞ্জ সংলগ্ন ডেমরার বাঁশেরপুল এলাকায় বুধবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মোল্লা সজল, গোলাম মোরশেদ অরুণ, বাচ্চু খন্দকার প্রমুখ। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর